Site icon Jamuna Television

বেলারুশ সীমান্তে রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু, গুরুত্ব পাবে যুদ্ধবিরতির প্রস্তাব

আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধি দল।

বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেনসিয়াল উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারই মূলত এই আলোচনার উদ্দেশ্য।

এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়ার সাথে আলোচনায় নিজেদের স্বার্থের এক চুলও ছাড় দেয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, রাশিয়ার আক্রমণের কারণে এখন পর্যন্ত ৭ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুশ হামলার পঞ্চম দিনে হতাহতের সংখ্যাও অনেক। যদিও রাজধানী শহর কিয়েভের নিয়ন্ত্রণ এখন ইউক্রেনের হাতে। এদিন কারফিউ তুলে দেয়া হয়েছে কিয়েভ থেকে।

এর আগে, রোববার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপের পর আলোচনার সিদ্ধান্ত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া বেলারুশেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছিল ইউক্রেনকে। কিন্তু বেলারুশে আলোচনায় বসতে রাজি হননি ভলোদিমির জেলেনস্কি। অবশেষে তিনি ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনায় বসতে রাজি হন।

এসজেড/

Exit mobile version