Site icon Jamuna Television

অবৈধভাবে ভারতে প্রবেশকালে জয়পুরহাট সীমান্তে আটক ২ বাংলাদেশি

আটককৃত দুই বাংলাদেশি।

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট ২০ বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের ফচির উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) ও পশ্চিম উচনার মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫)।

বিওপি কমান্ডার নায়েব সুবেদার নইমুল ইসলাম জানান, আটককৃতরা সোমবার ভোররাতে উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। এসময় শুন্যরেখায় দ্বায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। তাদেরকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version