Site icon Jamuna Television

নোয়াখালীতে ধানখেতে মিলল যুবতীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানাবাড়ির পাশের একটি ধানখেত থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পিছনের একটি ধানখেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম শাহাজান পারভীন প্রিয়তা (২৬)। সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধানখেতে ক্রিকেট খেলতে খেলে ওই যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবতীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরের আরও আঘাতের চিহ্ন থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তাদের থেকে এ বিষয়ে আর‌ও বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগী যুবতী বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করত। নিহতের মা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

আরও পড়ুন: মানিকগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেডআই/

Exit mobile version