Site icon Jamuna Television

পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান সংসদ সদস্য শাওনের

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

নতুন জ্ঞান আহরণ, উদ্ভাবন এবং পাঠদানে শিক্ষকদের আরও তৎপর ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) করোনা মহামারীর সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে লালমোহনে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময়ে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরি শাওন বলেন, বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। ডিজিটালাইজেশন, বিদ্যুৎ সমস্যার সমাধান, সমুদ্র এলাকা জয়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version