Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিইসি ও চার কমিশনারের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বাকি নির্বাচন কমিশনার।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য রাশিদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সিইসি। রোববার সিইসিসহ বাকি চার কমিশনারকে শপথ পাঠ করার প্রধান বিচারপতি। আর সোমবার নির্বাচন কমিশন ভবনে অফিস শুরু করেন সিইসিসহ অপর চার নির্বাচন কমিশনার।

/এমএন

Exit mobile version