Site icon Jamuna Television

সিরিজ সেরা লিটন দাস

সিরিজ সেরা হয়েছেন লিটন দাস।

৩ ম্যাচে ২২৩ রান করে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। তিনি বলেছেন, নিজের পারফরমেন্সে তিনি খুশি। তবে দল জিতলে আরও ভালো লাগতো।

লিটন দাস বলেন, আজকের ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট। তবে দল জিতলেই কেবল তা কাজে লাগতো। প্রথম পাওয়ার প্লেতে আফগান বোলাররা খুব ভাল বল করেছে। তাই প্রথম ১৫ ওভার পর্যন্ত খেলে যাওয়া ছিল আমার প্রাথমিক লক্ষ্য। এরপর আমি চেষ্টা করি ৩৫ ওভার পর্যন্ত খেলার। সেটা করতে পারলে যতটুকু সম্ভব, ইনিংস লম্বা করার চেষ্টা করি আমি। কারণ, তখন সুযোগ থাকে খেলার ফলাফলকে নিজেদের দিকে নিয়ে আসার।

নিজের এই পারফরমেন্স লিটন দাস উৎসর্গ করেন তার স্ত্রীকে।

আরও পড়ুন: শেষটা মনমতো না হওয়ায় হতাশ তামিম

Exit mobile version