Site icon Jamuna Television

নরসিংদীতে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করলো নৌ পুলিশ

স্টাফ রিপোর্ট, নরসিংদী:

নরসিংদীতে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে নৌ পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ জানায়, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করায় নৌ চলাচলে সমস্যা হয়ে আসছিল। নৌপরিবহন চলাচলে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে সদর উপজেলার চারটি এলাকায় মেঘনা নদীতে ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকার অবৈধ ২৭টি মাছের ঘের উচ্ছেদ করা হয়।

এদিকে, ঘের নির্মাণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়াসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version