Site icon Jamuna Television

আকাশসীমায় ৩৬ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

এবার নিজ আকাশসীমায় ৩৬ দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জার্মানি, স্পেন, ইতালি, কানাডাসহ ৩৬টি দেশ।

রুশ কর্তৃপক্ষ জানায়, কেবলমাত্র বিশেষ অনুমতি সাপেক্ষেই এসব দেশের বিমান প্রবেশ করতে পারবে দেশটির আকাশসীমায়।

ইউক্রেনে আগ্রাসন চালানোর পর, চলতি সপ্তাহে রাশিয়ার বিমান পরিবহন প্রতিষ্ঠান এবং তাদের ব্যবহৃত উড়োযানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। পাল্টা জবাবে রাশিয়ার পক্ষ থেকে আসলো এ সিদ্ধান্ত। এদিন এসব নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশের অর্থনীতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, মিথ্যার সাম্রাজ্য পশ্চিমাদের তথাকথিত নিষেধাজ্ঞা নিয়েই আজকের এ আলোচনা। দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতেই এখানে বসা। কারণ আমাদের দেশের বিরুদ্ধে এখন এক জোট হয়ে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে রুশ পরমাণু অস্ত্র বসাতে রাজি বেলারুশ
ইউএইচ/

Exit mobile version