Site icon Jamuna Television

স্ত্রীর পরকীয়া, মাইকে ঘোষণা দিয়ে তালাক দিলেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি:

দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি। মাইকে তালাক দেয়ার ভিডিও ফেসবুকে আপলোড হলেই মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তার দীর্ঘদিন ধরে পাশের বাড়ি মৌলভী আবুল কাশেমের ছেলে মানুনুর রশিতের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়ায় অভিযুক্ত মোমেনা আক্তারকে আদালতের মাধ্যমে তালাক নামা পাঠিয়ে দেয়ার পরেও ছৈয়দ নুরের ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানান তিনি।

সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পরকীয়ার অভিযোগে অভিযুক্ত মোমেনা আক্তার স্বামী বিদেশ থাকার সুবাদে একাধিক পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রতিবেশীরা স্বামী ছৈয়দ নুরকে স্টেশনে লজ্জা দিলে স্বামী ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেন।
আরও পড়ুন: পাবনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্মমামা আটক
ইউএইচ/

Exit mobile version