Site icon Jamuna Television

খাগড়াছড়িতে চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টার অভিযোগ, আটক ১

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।

আটককৃত কিশোরের নাম রমজান হোসেন (১৬)। সে জেলা সদরের ইসলামপুর এলাকার নুর মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ বলছে, আটক কিশোর মানসিক ভারসাম্যহীন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পুকুর পাড়ে এ হামলার চেষ্টার ঘটনা ঘটে। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান গাড়িতেই ছিলেন। তবে গাড়ি ও চেয়ারম্যান অক্ষত আছেন। সদর থানার ডিউটি অফিসার এসআই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, পথের ধারে ডাব বিক্রেতার কাছ থেকে দা ছিনিয়ে নিয়ে চেয়ারম্যানকে বহনকারী পাজেরো গাড়িতে হামলার চেষ্টা করে কিশোর রমজান আলী। তখন চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল অভিযুক্ত তরুণকে আটক করে।

এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু জানান, অফিস শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। হঠাৎ গাড়ির সামনে একজন যুবক ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসেন। বহনকারী গাড়িতে তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য গাড়ি থামিয়ে ওই যুবককে ধরে ফেলে। পরে সদর থানায় নিয়ে যাওয়া হয়। খোঁজ খবর নিয়ে পুলিশকে ব্যবস্থা নেয়ার কথা বলেন চেয়ারম্যান। তবে তাৎক্ষণিকভাবে থানায় কোনো ধরনের অভিযোগ দায়ের করেননি তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, আটক যুবক বয়সে কিশোর। মানসিক ভারসাম্যহীন সে। বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে এ তথ্যটি নিশ্চিত হয়েছে পুলিশ। পরে এলাকার কমিশনারের উপস্থিতিতে থানায় আটক রমজানের বাবা-মাসহ পরিবারের মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।

হামলাকারী রমজানের পরিবার জানায়, গত দু’বছর ধরে তাদের সন্তান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাকে চট্টগ্রামে চিকিৎসা করানো হয়। মাঝে সুস্থ হয়ে উঠলে কিছু দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়ে রাস্তায় ঘুরে। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না।

ইউএইচ/

Exit mobile version