Site icon Jamuna Television

যে ৯টি লক্ষণ দেখলেই ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি

ছবি: সংগৃহীত

বর্তমানে ডায়াবেটিস প্রতিটি ঘরে ঘরেই দেখা দিচ্ছে। ছোট থেকে বুড়ো সবার শরীরেই বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী এই ব্যাধি। একবার ডায়াবেটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণে রাখা হয়ে ওঠে বেশ কষ্টকর।

বিশেষজ্ঞদের তথ্য মতে, ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে সবাইকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস হওয়ার আগেই প্রি-ডায়াবেটিসের বেশ কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে তা সহজেই প্রতিরোধ করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কোন লক্ষণ দেখলে সতর্ক হতে হবে-

* ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
* দুর্বল বোধ ও মাথা ঘোরা
* ক্ষুধা বেড়ে যাওয়া
* খাওয়া-দাওয়ায় অনিয়ম হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
* মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া
* ওজন কমে যাওয়া
* শরীরে ক্ষত বা কাটাছেঁড়া সহজে না সারা
* চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
* চোখে কম দেখতে শুরু করা

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এসব লক্ষণ দেখলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এ জন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়। এখন অনেক ফার্মেসিতে স্বল্পমূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায়। সেখান ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ইউএইচ/

Exit mobile version