Site icon Jamuna Television

কিয়েভের পথে ৪০ মাইল দীর্ঘ রুশ সেনা বহর

ইউক্রেনে টানা ৬ষ্ঠ দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার বলছে, রাজধানী কিয়েভের পথে ২৭ কিলোমিটার দীর্ঘ রুশ সামরিক বহরের দৃশ্য দেখা গেছে। এই সারি ৪০ মাইল পর্যন্ত দীর্ঘ বলে মনে করে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) শান্তি আলোচনার মধ্যেই দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী, প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনের সেনারাও।

বেলারুশ আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, এরই মধ্যে তিন দফা হামলা চালানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এতে শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তার। হামলায় ধ্বংস্তুপে পরিণত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন। তবে সেখানে বাসিন্দাদের উপস্থিতি না থাকায় বড় ধরনের প্রাণহানি হয়নি।

এছাড়া কিয়েভের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে মঙ্গলবার বড় ধরনের বিস্ফোরণ হয়েছে, তবে এখনও সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

/এডব্লিউ

Exit mobile version