Site icon Jamuna Television

বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এই নির্বাহী বোর্ডের অধীনে সংঘাতপীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিটিতে।

/এমএন

Exit mobile version