Site icon Jamuna Television

আরও লম্বা হতে যাচ্ছে বুফনের ক্যারিয়ার

২৭ বছরের পেশাদার ক্যারিয়ার আরও লম্বা হতে যাচ্ছে ইতালির কিংবদন্তি গোলরক্ষক বুফনের। আরও দুই বছর ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন তিনি।

বয়স হয়েছে ৪৪, কিন্তু তারপরও অবসর নিয়ে ভাবছেন না বুফন। শৈশবের ক্লাব পারমার সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই গোলরক্ষক। অর্থাৎ অন্তত ৪৬ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাবেন বুফন।

১৯৯৫ সালের নভেম্বরে ১৭ বছর বয়সে পারমার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন এই ইতালিয়ান। ২০০১ সালে ওই সময়ের বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে য়্যুভেন্টাসে যোগ দেয়ার পর ২০২১ সালে আবারও পারমাতে ফেরেন বুফন। ইতালির হয়ে রেকর্ড ১৭৬ ম্যাচ খেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক।

/এডব্লিউ

Exit mobile version