Site icon Jamuna Television

‘স্বাধীনভাবেই কাজ করবে নতুন নির্বাচন কমিশন’

নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই, তারা স্বাধীনভাবেই কাজ করবে। নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেছেন।

মঙ্গলবার (১ মার্চ) সাভারে স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন। গতকাল কর্মস্থলে যোগ দেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে না ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার স্বার্থে দলগুলোকে যে কোনো মূল্যে মাঠে থাকার অনুরোধ জানান তিনি।

প্রয়োজনে বিএনপিসহ অন্যান্য দলকেও আলোচনার জন্য অনুরোধ জানাবেন বলে জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের। সে চেষ্টায় ঘাটতি থাকবে না ইসির। তবে সেটি মূল্যায়ন করবে জনগণ।

তবে সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের বিশেষ সুবিধাভোগী বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর এই সরকারের অধীনে তো আরও সম্ভব না। সেসময়ই তিনি বলেন, এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না।

/এডব্লিউ

Exit mobile version