Site icon Jamuna Television

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির সমাবেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে সমাবেশ করছে বিএনপি। নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সমাবেশ শুরু হয়।

সকাল থেকেই দলে দলে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সমাবেশ চলার সময় বেলা সাড়ে এগারটার দিকে মঞ্চের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় ছাত্রদলের দু’পক্ষ। নেতাদের হস্তক্ষেপে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসজেড/

Exit mobile version