Site icon Jamuna Television

সাভারে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

সাভারে বাক প্রতিবন্ধী আম্বিয়া বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সকালে তেঁতুলঝড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, বৃদ্ধা আম্বিয়া বেগম ঐ ফ্ল্যাটে তার ভাইয়ের সাথে বসবাস করতেন। সকালের দিকে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় বাড়ির লোকজন। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

প্রতিবেশীদের ধারণা, সম্পত্তির ভাগাভাগি নিয়ে আম্বিয়া বেগমকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ।

এসজেড/

Exit mobile version