Site icon Jamuna Television

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কারও সাথেই সম্পর্ক নষ্ট করবে না তুরস্ক

যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন কারও সাথেই সম্পর্ক নষ্ট করবে না তুরস্ক। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক ভাষণে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন এবং রাশিয়ার সাথে তুরস্কের জলসীমা রয়েছে। তাদের দুটি প্রণালী সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে। তাই যুদ্ধের উত্তেজনা কমাতে নিজেদের দুটি প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেবে তার দেশ।

এছাড়া যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবস্থানের সমালোচনা করেছেন তিনি। শঙ্কা প্রকাশ করে এই নেতা বলেন, তাদের আচরণ, আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত।

এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে আঙ্কারায় বিক্ষোভ করেছে তুর্কিবাসী।

/এডব্লিউ

Exit mobile version