Site icon Jamuna Television

শুনানি শেষ, জায়েদ-নিপুনের ভাগ্য জানা যেতে পারে বুধবার

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে নির্বাচিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান হাইকোর্টে যে রিট করেছিলেন সেটির রুল শুনানি শেষ হয়েছে মঙ্গলবার (১ মার্চ)। আগামীকাল বুধবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত।

জায়েদ খান ও নিপুন দু’জনেই মঙ্গলবার শুনানিতে উপস্থিত ছিলেন। রুল শুনানিতে অংশ নিয়ে বরাবরের মতো জায়েদ খানের আইনজীবী আদালতকে জানান, এ অভিনেতার প্রার্থিতা বাতিলের ক্ষমতা আপীল বোর্ডের নেই।

অন্যদিকে নিপুনের আইনজীবী বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে কোনো রিট মামলা চলতে পারে না। কারণ এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন। নিপুন মামলায় জয়ের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন।

/এমএন

Exit mobile version