Site icon Jamuna Television

বিয়ের পরই গর্ভবতী ফারহান আখতারের দ্বিতীয় স্ত্রী!

ছবি: সংগৃহীত।

সদ্য বিয়ে হয়েছে ফারহান আখতার ও তার দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের। ১৯ ফেব্রুয়ারিতেই চার বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়েছেন তারা। বিয়ের পর থেকেই একের পর এক ছবি পোস্ট দিচ্ছেন এই নবদম্পতি। তবে এবারে গুঞ্জন উঠেছে, গর্ভবতী শিবানী। এজন্যই কি বিয়ের সিদ্ধান্ত তাদের? উঠেছে এমন প্রশ্নও। খবর ইন্ডিয়া টাইমসের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন শিবানী। স্বামী ফারহান আখতারের সাথে সেই ফটোশুটে বেশ সাবলিল ছিলেন এই গায়িকা। তবে তার পোশাক দেখে ভক্তদের প্রশ্ন, শিবানী কি গর্ভবতী?

অনেক অনুরাগীর দাবি, ছবিতে শিবানীর বেবি বাম্প স্পষ্ট। এজন্যই কি বিয়ের তারিখ এগিয়ে এনেছিলেন তারা? এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন অনেকে। এ নিয়ে কোনো মন্তব্যই করেননি কেউ। তবে বিষয়টিকে আনন্দের সাথেই নিচ্ছেন ভক্তরা। অনেকে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।

এসজেড/

Exit mobile version