Site icon Jamuna Television

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ

দক্ষিণ-পশ্চিম লন্ডনের পারসন্স গ্রিন স্টেশনে পাতাল রেলে বিস্ফেরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আজ শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে একে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবেই দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেনের ভেতরে রাখা একটি বাক্স হঠাৎ বিস্ফোরিত হয়। এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বিস্ফোরণের পরপরই তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত ডিভাইস উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কারণে লন্ডনের বেশ কয়েকটি এলাকার পাতাল রেল চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। ঘটনা তদন্তে কাজ চলছে। পুরো এলাকা এখনো ঘিরে রাখা হয়েছে।

/কিউএস

Exit mobile version