Site icon Jamuna Television

আইপিএল খেলবেন না, ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে জেসন রয়

ছবি: সংগৃহীত

আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়। করোনায় জৈব সুরক্ষা বলয় থেকে মুক্তি পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সাথে ক্রিকেট থেকেও অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন জেসন রয়।

আইপিএলের এবারের আসরের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে জেসন রয়কে কিনেছিল গুজরাট টাইটান্স। তবে আইপিএল না খেলার সিদ্ধান্ত এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজিটিকে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। রয়ের বিকল্প হিসেবে কাকে দলে নেয়া হবে, তা এখনো ঠিক করেনি গুজরাট টাইটান্স। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন জেসন রয়। এর আগে ২০২০ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কাউন্টি দল সারে মঙ্গলবার (১ মার্চ) একটি বিবৃতিতে জানিয়েছে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথমাংশ খেলবেন না জেসন রয়। পরিবারের সাথে সময় কাটাবেন বলে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন রয়।

আরও পড়ুন: পাকিস্তানে গেলে স্নাইপারের গুলিতে প্রাণ হারাবেন, এমন হুমকি পেলেন অ্যাগার

এম ই/

Exit mobile version