Site icon Jamuna Television

কুমিল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লায় চারতলার ছাদ থেকে পড়ে রুবি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর মুন্সেফবাড়ি এলাকার সোনারাং কম্পাউন্ডের রহমান ভিলায় কয়েক বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন, স্বামী জাহাঙ্গীর আলম ও রুবি আক্তার দম্পতি। দীর্ঘদিন ধরে ওই দম্পতির পারিবারিক কলহ চলে আসছিল। নিহত রুবি আক্তার জাহাঙ্গীর আলমের দ্বিতীয় স্ত্রী। তবে পারিবারিক কলহের বিষয়টি স্বামী জাহাঙ্গীর আলম অস্বীকার করেন।

এদিকে, ঘটনার সময় মায়ের সঙ্গে থাকা ১০ বছর বয়সী ছেলে পিয়াল ক্যামেরার সামনে মায়ের সঙ্গে তার বাবার বিরোধ সম্পর্কে কথা বলতে চাইলে তাকে জাহাঙ্গীর আলমের স্বজনরা বলতে দেননি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে চলে যান।

ইউএইচ/

Exit mobile version