Site icon Jamuna Television

‘কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও আগামীতে ভোটারদের অধিকার রক্ষায় কাজ করা হবে’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

কিছু সময়ের জন্য ভোটাধিকার বিঘ্নিত হলেও আগামীতে ভোটারদের অধিকার রক্ষায় কাজ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে ভোটার দিবস।

বুধবার (২ মার্চ) সকাল ৮টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে। র‍্যালি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে গতকাল সাভারে স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নতুন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের। সে চেষ্টায় ঘাটতি থাকবে না ইসির। তবে সেটি মূল্যায়ন করবে জনগণ।

/এডব্লিউ

Exit mobile version