Site icon Jamuna Television

আশুগঞ্জে আগুনে পুড়ে শেষ গোটা পরিবার, নবজাতকও জন্মেছে মৃত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে পুড়ে শেষ একটি গোটা পরিবার। বাবা-মা ছাড়াও মৃতদের মধ্যে রয়েছে ৩ সন্তান। সবশেষ হাসপাতালে চিকিৎসাধীন মাকে বাঁচানো যায়নি। নবজাতকও জন্মেছে মৃত। স্বজনদের অভিযোগ, চুলার গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডেই মারা গেছে সবাই। বাড়ির মালিকের গাফেলতিতেই ঘটেছে দুর্ঘটনা। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে প্রশাসন।

আশুগঞ্জের শরীয়তনগর এলাকার আলাই মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন শিক্ষক মকবুল হোসেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে কয়েল জ্বালাতে গিয়ে ঘটে হঠাৎ দুর্ঘটনা। আগুনে পুড়ে একে একে মারা যায় দুই শিশু সন্তান জয়, জুবায়ের এবং তাদের বাবা মকবুল। মৃত নবজাতক প্রসবের পর সবশেষ সোমবার চলে যান রেখা আক্তারও।

স্বজনদের অভিযোগ-গ্যাসের চুলায় ত্রুটির বিষয়টি মালিককে জানানোর পরও মেরামত করেনি। তবে এ নিয়ে কথা বলতে চাইলে বাড়ির মালিক অসুস্থ দাবি করে ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে মালিকের ছেলের দাবি-বাসায় গ্যাসের কোনো সমস্যাই ছিল না।

এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেল প্রশাসন। আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানালেন, তদন্ত কমিটির দেয়া রিপোর্ট হাতে পাওয়ার পরই নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

/এডব্লিউ

Exit mobile version