Site icon Jamuna Television

বিজিবির মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল সাকিল আহমেদের যোগদান

মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি গত ২৮ ফেব্রুয়ারি বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের কাছ থেকে মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। বিজিবিতে যোগদানের আগে তিনি সেনা সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। তার আগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ছিলেন তিনি।

সেনাবাহিনীতে ৩৩ বছরের ক্যারিয়ারে ৯৯তম কম্পোজিট ব্রিগেডের কমান্ডার এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের দায়িত্বও সামলে এসেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক এই পরিচালক।

১৯৬৮ সালের ১৯ ডিসেম্বর জন্ম নেয়া সাকিল আহমেদ ১৯৮৮ সালে বিএমএর অষ্টাদশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। পূর্বসূরি সাফিনুলের মতো তিনিও জয়পুরহাটের সন্তান।

সাকিল আহমেদ সোমালিয়া, কঙ্গো ও আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস, বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় নিরাপত্তা, সমরবিদ্যা, প্রতিরক্ষার মতো বিষয়ে দেশ-বিদেশ থেকে একাধিক মাস্টার্স ডিগ্রি করা এই দুই তারকা জেনারেল গলফ খেলাতেও সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন তিনি।

/এমএন

Exit mobile version