Site icon Jamuna Television

‘ঢাবিতে পতাকা উত্তোলনই স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছিল’

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্বাধীনতা সংগ্রামের পথ পরিক্রমায় ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাটি আমাদের স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছিল। বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২ মার্চ) সকালে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন সংলগ্ন বটতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাবি উপাচার্য এ কথা বলেন।

এ সময় ঢাবিতে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটিকে স্মরণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

/এমএন

Exit mobile version