
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুনকে নির্বাচিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জায়েদ খানের যে রিট করেছিলেন সেটির অধিকতর রুল শুনানি চলছে বুধবার (২ মার্চ)।
এর আগে গতকাল মঙ্গলবার এই রিটের রুল শুনানি শেষ হলেও বুধবার অধিকতর রুল শুনানি হচ্ছে।
জায়েদ খান ও নিপুন দু’জনেই মঙ্গলবার শুনানিতে উপস্থিত ছিলেন। এদিন রুল শুনানিতে অংশ নিয়ে বরাবরের মতো জায়েদ খানের আইনজীবী আদালতকে জানান, এ অভিনেতার প্রার্থিতা বাতিলের ক্ষমতা আপীল বোর্ডের নেই।
অন্যদিকে নিপুনের আইনজীবী বলেছিলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে কোনো রিট মামলা চলতে পারে না। কারণ এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন। নিপুন মামলায় জয়ের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেন।
/এমএন



Leave a reply