Site icon Jamuna Television

বহিষ্কৃত শিক্ষকদের চাকুরিতে ফেরানোর দাবিতে আন্দোলন করছে সাউথ পয়েন্ট স্কুল শিক্ষার্থীরা

রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বহিষ্কৃত শিক্ষকদের চাকুরিতে ফেরানোর দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছে। বুধবার (২ মার্চ) সকাল দশটা থেকে রাজধানীর বারিধারায় এই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছে, এইচএসসিতে পাঁচ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় কলেজ থেকে পাঁচ শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরি থেকে অব্যহতির পুরো বিষয়টি অন্যায্য বলেও দাবি করে শিক্ষার্থীরা।

অবিলম্বে শিক্ষকদের কর্মক্ষেত্রে পুনর্বহালের দাবি জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বারবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলেও তাদের সেই সুযোগ দেয়া হয়নি।

আর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে বিষয়টির মীমাংসা করবেন তারা।

/এমএন

Exit mobile version