Site icon Jamuna Television

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। সেখানে, পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করা হয়েছে। পদত্যাগের পরপরই ব্যাংকটির ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা সবাই পদত্যাগ করেছেন।

২০১৭ সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক রদবদল আসে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে সরিয়ে দেয়া হয়। একই সাথে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়। এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version