Site icon Jamuna Television

নতুন স্যাটেলাইট পাঠালো নাসা

দাবানল ও বন্যার উন্নত পূর্বাভাস পেতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। দ্য ওয়াশিংটন পোস্টের খবর।

মঙ্গলবার (১ মার্চ) পাঠানো হয় স্যাটেলাইটটি। নাসা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে স্যাটেলাইট পাঠানোর ভিডিও প্রকাশ করেছে।

মূলত চার বছর আগে পাঠানো একটি স্যাটেলাইটকে প্রতিস্থাপন করবে এটি। আগের প্রযুক্তির যেকোনো ধরনের ভুলভ্রান্তি এড়াতে নতুন এ নকশা করেছেন বিজ্ঞানীরা। চলতি বছর জুড়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৩ সাল নাগাদ ছবি পাঠাতে শুরু করবে স্যাটেলাইটটি। আবহাওয়া পূর্বাভাস প্রেরণে চারটি সিরিজ স্যাটেলাইটের তিন নাম্বার স্যাটেলাইট এটি। ২০২৪ সালে চতুর্থটি পাঠাবে নাসা।

Exit mobile version