Site icon Jamuna Television

২০ মার্চ থেকে শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস

ফাইল ছবি।

করোনা সংক্রমণ কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে সীমিত পরিসরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুললেও প্রাক প্রাথমিক বিদ্যালয় খোলা হয়নি। তবে সেই অপেক্ষার আবসান হচ্ছে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তাদের ক্লাস।

আজ বুধবার (২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের বিশেষ শিখন ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তামূলক শ্রেণি কার্যক্রমের মাধ্যমে তা পূরণ করতে হবে।

প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই করোনার কারণে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। অনেকে আবার ভর্তি হয়েছে বন্ধের মধ্যেই। বন্ধের সময় তাদের ভার্চ্যুয়াল ক্লাস নেয়া হয়েছে।

জেডআই/

Exit mobile version