Site icon Jamuna Television

ইউক্রেনীয়দের সম্বোধন করতে গিয়ে ভুলে ‘ইরানি জনগণ’ বলে ফেললেন বাইডেন

ইউক্রেনীয়দের ‘ইরানি জনগণ’ সম্বোধন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্য টেলিগ্রাফের খবর।

মঙ্গলবার (১ মার্চ) তার দেয়া প্রথম স্টেট অব দি ইউনিয়ন ভাষণে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করতে গিয়ে এমন ভুল করে বসেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাইডেনের এমন কাণ্ড এরই মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে। এমনকি রিপাবলিকানরাও বাইডেনকে নিয়ে মজা করতে ছাড়ছেন না। বাইডেন তার ভাষণে বলেন, পুতিন হয়তো ট্যাঙ্ক দিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারবেন, কিন্তু কখনও ইরানিদের হৃদয় জয় করতে পারবেন না।

Exit mobile version