Site icon Jamuna Television

ডিপিএলে খেলবেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তুজা। ফাইল ছবি।

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা।

বুধবার (২ মার্চ) মিরপুরে সিসিডিএম-এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডিপিএলের আনুষ্ঠানিক দল-বদলের ১ম দিনের কার্যক্রম। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগেও একবার ক্লাবটির হয়ে মাঠে নামেন তিনি।

যদিও কোমড়ের ব্যাথার কারণে ভারতে যাচ্ছেন সাবেক এ অধিনায়ক। আগামী ৯ মার্চ ডাক্তারের সাথে সাক্ষাতের সময় নির্ধারণ হয়েছে তার।

আরও পড়ুন: টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে ভারতীয় তরুণ

গত মৌসুমে মাশরাফীকে দলে ভিড়িয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদিও এক ম্যাচের বেশি খেলা হয়নি দেশসেরা এ অধিনায়কের। এবারের ডিপিএল অনুষ্ঠিত হবে একদিনের ফরম্যাটে। প্রিয় এ ফরম্যাটে খেলতে মুখিয়ে আছেন মাশরাফী।

জেডআই/

Exit mobile version