Site icon Jamuna Television

রুশ হামলায় ইউক্রেনের হাসপাতালগুলো বিপন্ন, সবচেয়ে বিপাকে শিশু ও গর্ভবতী নারীরা

ইউক্রেনের বিভিন্ন শহরে আবাসিক এলাকায় রুশ বোমা হামলায় বিপন্ন হাসপাতালগুলো। অন্যরা বাড়িঘর ছেড়ে পালালেও সে সুযোগ নেই চিকিৎসাধীন রোগীদের। সবচেয়ে বিপাকে শিশু ও গর্ভবতী নারীরা। যুদ্ধ পরিস্থিতিতেও নিশ্চিত করতে হচ্ছে তাদের চিকিৎসা। তাই বেজমেন্ট বা শেল্টার সেন্টারগুলোকেই পরিণত করা হয়েছে হাসপাতালে। সাধারণ রোগীর পাশাপাশি যুদ্ধে আহতদের ভিড়ে যেখানে প্রতিনিয়ত বাড়ছে চাপ। খবর সিএনএন এর। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে ইউক্রেনের হাসপাতাগুলোর পরিস্থিতি।

ওলেহ গোদিক নামের এক চিকিৎসক জানিয়েছেন, শরীরে বোমা আর গুলির আঘাতের চিহ্ন নিয়ে কত শিশু যে আসছে! সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল মঙ্গলবার।

কেবল সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করলেও আবাসিক ভবন, স্কুল, হাসপাতালের মতো জায়গায় নিয়মিত চলছে রুশ আগ্রাসন। যার শিকার হচ্ছে শিশুরাও।

বোমা হামলা থেকে রক্ষায় শেল্টার সেন্টারগুলোয় গড়ে তোলা হয়েছে অস্থায়ী শিশু হাসপাতাল। একদিকে সাধারণ রোগী, আরেকদিকে যুদ্ধাহত শিশুরা। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সরঞ্জাম-ওষুধপত্রেরও অভাব। তবুও সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই চলছে চিকিৎসা।

নাটালিয়া সামোইলোভা নামের আরেক চিকিৎসক জানিয়েছেন, গত শুক্রবার যে দলটি কাজে আসে, এখনও বাড়ি ফিরতে পারেনি তারা। শনিবার আরেকটি দল কাজে যোগ দেয়। সবাই মিলে কাজ করার পরও লোকবল সংকট। কেবল বেজমেন্টে চিকিৎসা হওয়ার কারণে বেডেরও অভাব।

এতো অনিশ্চয়তা-অস্থিরতার মধ্যেও থেমে নেই জীবন। বাইরে যখন যুদ্ধের দামামা, হাসপাতালের বেজমেন্টে তখন নতুন প্রাণের আগমনী চিৎকার।

এছাড়া, ইউক্রেনের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) সতর্কতা করেছে।

/এমএন

Exit mobile version