Site icon Jamuna Television

পঞ্চগড়ে শুরু হয়েছে চা পাতা সংগ্রহ, ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় চাষীরা

চা পাতা সংগ্রহের মৌসুম শুরু হয়েছে পঞ্চগড় জেলায়। এবার সেচের খরচ, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চা পাতার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। চাষীদের অভিযোগ, বেড়েছে সিন্ডিকেটের দাপট। চলতি মৌসুমে নতুন করে কাঁচা চা পাতার দাম নির্ধারণ না হওয়ায় ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে জেলাটির পাঁচ উপজেলার কয়েক হাজার চাষী।

কয়েকজন চা চাষী জানালেন, গত দুই বছর ধরে তারা দাম পাচ্ছেন না। সম্মুখীন হচ্ছেন সিন্ডিকেটের দাপটের। চা চাষ করে খুব একটা সুবিধা করতে পারছেন না বলেও উল্লেখ করেন তারা।

পঞ্চগড়ের চা বাগানগুলোতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী, এই তিন মাসে পাতা ছাঁটাই, পাতা বৃদ্ধি ও নতুন পাতা উৎপাদানের জন্য পরিচর্যা করেন শ্রমিকেরা। আর মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় চা পাতা সংগ্রহের কার্যক্রম। মৌসুমের শুরুতেই নতুন কুঁড়ি ফুটে উঠায় চাষীদের চোখে-মুখে এখন সোনালী হাসি৷ কিন্তু ন্যায্যমূল পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।

দাবি উঠেছে, পঞ্চগড়ে দ্রুত চা নিলাম কেন্দ্র স্থাপনের। সংশ্লিষ্টরা বলছেন, নিলাম কেন্দ্র হলে সুফল পাবেন চাষীরা।

গ্রীণ কেয়ার এগ্রোর ম্যানেজার মঞ্জুর আলম জানিয়েছেন, চলতি বছরের উৎপাদন শুরু করার জন্য তাদের ফ্যাক্টরির সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

পঞ্চগড় চা বোর্ডের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন বলেন, চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ কেজি। চা উৎপাদনের জন্য মালিক ও চা কারখানাগুলো প্রস্তুত রয়েছে।

/এমএন

Exit mobile version