Site icon Jamuna Television

এমপি হয়েও সাধারণের কাতারে মাশরাফী, ব্যবহার করেননি ভিআইপি টার্মিনাল

এমপি হয়েও সাধারণের কাতারে মাশরাফী বিন মোর্ত্তজা। পিঠের চিকিৎসার জন্য দিল্লি ও চেন্নাইতে গেলেন পরিবারসহ। বলেন, এমপি হয়েও কোনোদিন ভিআইপি টার্মিনাল ব্যবহার করেননি তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান তিনি। এর আগে, গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান মাশরাফী।

সাধারণের কাতারে দাঁড়িয়ে বিমান, বাস বা অন্যান্য যানবাহন ব্যবহারে অভ্যস্ত ম্যাশ। পরিবারের ছেলেমেয়েরা যাতে নিজেদের বিশেষ কিছু বা বিশেষ কেউ মনে না করেন সে জন্য সাধারণ লাইনে দাঁড়ানোর অভ্যাস করাতে তিনি বিশেষ সুবিধা নেন না।

ইউএইচ/

Exit mobile version