Site icon Jamuna Television

আইসের সবচেয়ে বড় চালান জব্দ: র‍্যাব

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ২টি বিদেশি অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটিই ভয়ঙ্কর মাদক আইসের সবচেয়ে বড় চালান। চক্রটি দীর্ঘদিন ধরে সমুদ্র পথে মিয়ানমার থেকে মাদক এনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মিয়ানমারের মাদক চক্রের যোগসাজশে আইস কারবার করতো বলে স্বীকার করেছে। চক্রের আরও কয়েকজন সদস্য রয়েছে।

ইউএইচ/

Exit mobile version