Site icon Jamuna Television

ইনজুরিতে শততম ম্যাচ খেলা হলো না মুশফিকের

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। ম্যাচটিতে মাঠে নামলেই শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা হতো মিস্টার ডিপেন্ডেবলের। ইনজুরিতে দ্বিতীয় টি-টোয়েন্টির দলে থাকবেন কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা।

ম্যাচের আগের দিন নেটে অনুশীলনের সময় ডানহাতে চোট পান মুশফিকুর রহিম। চোট পাওয়ার সাথে সাথেই নেট ছেড়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও ফেরার কথা ছিল মুশফিকের। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী রাব্বির অভিষেক হয়েছে। মুশফিকুর রহিম না থাকায় শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছে নুরুল হাসান সোহানকে।

আরও পড়ুন: এমপি হয়েও সাধারণের কাতারে মাশরাফী, ব্যবহার করেননি ভিআইপি টার্মিনাল

Exit mobile version