Site icon Jamuna Television

‘ভারতীয়দের জিম্মি করছে ইউক্রেনীয় সেনাবাহিনী’ রাশিয়ার দাবি নাকচ নয়াদিল্লির

ছবি: সংগৃহীত।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে চলছে তুমুল যুদ্ধ। এ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছে বহু বিদেশি নাগরিক। এই ইস্যুতে ভারত রাশিয়ার পক্ষ নেয়ায় ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের মারধর ও সীমান্তে আটকে দেয়ার অভিযোগ উঠেছিল। দেশটির শিক্ষার্থীরা ইউক্রেনের সেনাবাহিনী দ্বারা জিম্মি হওয়ার খবর রাশিয়ার পক্ষ থেকে দেয়ার পর এনিয়ে বিতর্ক শুরু ব্যাপক। তবে রাশিয়ার এ দাবি নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (৩ মার্চ) এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী তার সরকারি টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করেন। বিবৃতিটির শিরোনাম ছিল, ‘ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের জিম্মি করার খবর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে আমাদের প্রতিক্রিয়া’।

বিবৃতিতে বলা হয়, ইউক্রনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সাথে সবসময় যোগাযোগ রাখছে। বুধবার (২ মার্চ) অনেক ভারতীয় শিক্ষার্থী খারকিভ শহর ছেড়ে চলে গেছেন। তবে কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি।

ইউক্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েকদিনে ইউক্রেন থেকে বিশাল সংখ্যক ভারতীয়কে সরিয়ে নেয়া গেছে। এজন্য ইউক্রেন কর্তৃপক্ষ সার্বিক সহায়তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এর আগে বুধবার রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় শিক্ষার্থীদের জিম্মি করার অভিযোগ তোলা হয়। দিল্লির রুশ দূতাবাসের টুইটারে লেখা হয়, সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এই ছাত্রছাত্রীদের জিম্মি করেছে। যেকোনো উপায়ে তাদের রাশিয়া যেতে বাধা দেয়া হচ্ছে। এর সম্পূর্ণ দায় কিভের।

এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, যেসব ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যেতে চাইছেন, তাদের খারকিভে আটকে রাখা হয়েছে। রাশিয়ায় পৌঁছাতে পারলেই তাদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে বলেও জানায় ভ্লাদিমির পুতিন সরকার। তবে শিক্ষার্থীদের আটকে রাখার কোনো তথ্যই ভারতের কাছে নেই বলে এর একদিন পর জানানো হলো ভারতের পক্ষ থেকে।

এসজেড/

Exit mobile version