Site icon Jamuna Television

‘বাংলার সমৃদ্ধি’র নাবিকের মৃত্যু: ইউক্রেনকে দায়ী রাশিয়ার, জাহাজটির নিরাপদ প্রস্থানের প্রতিশ্রুতি

রকেট হামলায় ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাশিয়ান দূতাবাস। এ মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। একই সাথে জাহাজটির নিরাপদ প্রস্থানের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। বন্দর থেকে বাংলাদেশি জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রুশ কমান্ডাররা এই বক্তব্যই পুনর্ব্যক্ত করছেন যে ইউক্রেনের জাতীয়তাবাদীরা নির্বিচারে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তারা সন্ত্রাসী কায়দায় সাধারণ মানুষকে বন্দি করে মানবঢালে পরিণত করছে।

রাশিয়ান দূতাবাস জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানের জন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধসহ বিভিন্ন বিষয়ে সাহায্য পেতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+7495 498-34-46, +7495) চালু করেছে। ই-মেইলেও (gumvs@mil.ru) সাহায্যের আবেদন করা যাবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে, ফেসবুকে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকরা ভিডিওবার্তা দিয়েছেন যেখানে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আকুতি জানান তারা।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশনের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে। পরদিনই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তখন থেকেই আতঙ্কে ছিলেন জাহাজের নাবিকরা। স্বজনদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন। সেটি নিয়ে সংবাদ প্রকাশ করে যমুনা নিউজ। আশঙ্কা সত্য করে, ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। এতে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

Exit mobile version