Site icon Jamuna Television

নিঃসন্দেহে ম্যাচ জেতানো বোলিং করেছে নাসুম: মাহমুদউল্লাহ

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর নাসুম ও লিটনকেই এর প্রধান কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, নিঃসন্দেহে ম্যাচ জেতানো বোলিং করেছে নাসুম। আর লিটনের ব্যাটিং চোখের জন্য প্রশান্তিদায়ক।

মাহমুদউল্লাহ বলেন, দুই ইনিংসেরই মাঝপথে ব্যাট ও বল হাতে যেভাবে লড়েছে দলের সবাই, এটা খুবই ইতিবাচক। আমাদের শরীরী ভাষা ও উদ্যম দুটোই ছিল বেশ ভালো। মনে হয়েছিল, এই পুঁজি দিয়ে লড়াই করা সম্ভব। নাসুম সত্যিই দারুণ বল করেছে। নিঃসন্দেহে এটা ম্যাচ জেতানো স্পেল। আর ব্যাট হাতে লিটন ছিল বরাবরের মতোই দুর্দান্ত। একবার ক্রিজে থিতু হয়ে গেলে, লিটনের ব্যাটিং চোখের জন্য নিয়ে আসে প্রশান্তি।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, টি-টোয়েন্টিতে সব সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়ে আমরা খুশি। তবে একটি ম্যাচ জিতেই সন্তুষ্ট হয়ে যাওয়ার অবকাশ নেই আমাদের। সামনের ম্যাচগুলোতেও এমন পারফরমেন্স অব্যাহত রাখতে চাই আমরা।

আরও পড়ুন: লিটন-নাসুমের নৈপুণ্যে বিশাল জয় পেলো বাংলাদেশ

Exit mobile version