
ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় এক ঘণ্টা পর উদ্ধার হয় নিহত মাকসুদা বেগমের মরদেহ
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী: 
নরসিংদীর শিবপুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাকসুদা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ)  বিকেল ৪ টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 
স্থানীয়রা জানায়, বিকেলে ইটাখোলামুখী রড বোঝাই একটি ট্রাক শিবপুর কলেজ গেট মোড় হতে ইটাখোলার দিকে আসছিলো। এ সময় ইটাখোলামুখী আরেকটি সিএনজি মালবাহী ওই ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে রোড ডিভাইডারের পিলারে বাড়ি খেয়ে সিএনজিটি একপাশে কাত হয়ে গেলে সিএনজিতে থাকা মাকসুদা বেগম রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকটির পেছনের চাকা মাকসুদার শরীরের ওপরে ওঠে যায় এবং চাকা শরীরে উঠে থাকা অবস্থায়ই থেমে যায় ট্রাকটি। 
ঘটনার পর পরই ট্রাকটালক, হেলপার ও সিএনজি চালক পালিয়ে যায়। ট্রাকটি বেশ ভারি হওয়ায় এবং এটির ইঞ্জিন বন্ধ থাকায় বিকেল ৫ টা পর্যন্ত মরদেহটি ট্রাকের চাকার নিচ থেকে বের করা যায়নি।  পরে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল ৫ টার দিকে চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।
শিবপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. হুমায়ুন জানান, আমরা পৌনে চারটার দিকে ফোন পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মালবাহী ট্রাকের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছি। 
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কাজ করছে বলেওল জানান তিনি।
/এসএইচ 
 
				
				
				
 
				
				
			


Leave a reply