Site icon Jamuna Television

নরসিংদীতে র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৪

গ্রেফতারকৃত ৪ ডাকাত।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর শিবপুরে র‍্যাব পরিচয়ে ট্রাক ভর্তি ৬০ ড্রাম ভোজ্যতেল ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার সারিয়াকান্দি থানার শংকরপুর উত্তর গ্রামের ওমর ভুঁইয়ার ছেলে রুবেল রানা (২৮), পটুয়াখালী সদর থানার কেওবনিয়া এলাকার সোবান শিকদারের ছেলে মো. লিটন (৩৭), ঢাকার খিলগাঁও নন্দীপাড়া বটতলা মাইজপাড়া এলাকার সচিন্দ্র সরকারের ছেলে বিজয় (২৫) ও শেরপুরের শ্রীবর্দি এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে মো. আলামিন (২৭)। তাদের দেয়া তথ্যমতে লুট হওয়া তেল উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কিশোরগঞ্জের এক তেল ব্যবসায়ীর কেনা ৬০ ড্রাম ভোজ্যতেল ভর্তি একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে কিশোরগঞ্জে ফিরছিল। পথে নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় একটি মাইক্রোবাস ট্রাকটির গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন নেমে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের গাড়িতে ওঠায়। পরে তাদেরকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ট্রাক অন্যত্র নিয়ে তেল লুট করে। শেষে ট্রাকসহ চালক ও হেলপারকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায় তারা।

এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় ডাকাতির মামলা হয়। মামলা করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন স্থান থেকে বুধবার (২ মার্চ) রাতে ডাকাতিতে জড়িত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মিলের ভেতর থেকে ২৩টি ড্রাম ভর্তি ৪ হাজার ৭০০ লিটার পামওয়েল সয়াবিন ও ৩৭টি খালি ড্রাম উদ্ধার করা হয়। এসময় ওই মিলের মালিক স্থানীয় ওয়ালী উল্লাহ গ্রেফতাররকৃতদের নিকট থেকে তেল কেনার কথা স্বীকার করে।

এসজেড/

এসজেড/

Exit mobile version