Site icon Jamuna Television

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়াওয়াদ্দিতে ৬৫ রাখাইন গ্রেফতার

মালয়েশিয়া প্রতিনিধি:

কায়িন রাজ্যের মিায়াওয়াদ্দিতে অন্তত পঁয়ষট্টি রাখাইন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা ১ মার্চ কোনো ভ্রমণ নথি ছাড়াই রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল। আটককৃতদের মধ্যে ৩৮ জন মহিলা, ২৭ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে বলে মিয়াওয়াদ্দি ওয়ার্ড-২ প্রশাসক জানিয়েছেন।

নারিনজারা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়াওয়াদ্দিতে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা একটি বাড়িতে আশ্রয় নেয়ায় তাদের গ্রেফতার করে।

মিায়াওয়াদ্দি টাউনশিপ ইমিগ্রেশন কর্মকর্তা টিন সোয়ে অং বলেছেন, গ্রেফতারকৃদের দাবি তারা মালয়েশিয়ায় আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছে। তারা অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল। যেহেতু কেউ বার্মিজ ভাষায় কথা বলতে পারে না সেজন্য বাংলায় কথা বলার জন্য একজন অনুবাদক নিয়োগ করতে হয়েছিল।

আটককৃতরা উত্তর রাখাইন রাজ্যের সিটওয়ে, মংডু এবং বুথিডাং শহরের বাসিন্দা। তাদের অভিবাসন আইনের ৬৩ ধারার অধীনে বিচার করা হয়েছে এবং শাস্তির পরে তাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হবে বলেছেন টিন সোয়ে অং।

রাখাইন রাজ্য থেকে স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার অপরাধে প্রতি বছর শত শত অনথিভুক্ত রাখাইন মুসলিমকে গ্রেফতার করা হচ্ছে। সাজা শেষ হওয়ার পর তাদের সাধারণত ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন এ কর্মকর্তা।

/এনএএস

Exit mobile version