Site icon Jamuna Television

যৌতুকের দাবিতে নির্যাতন, কারাগারে খুবি শিক্ষক

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক সাধন চন্দ্র স্বর্ণকার


খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক সাধন চন্দ্র স্বর্ণকারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তার স্ত্রী কর্তৃক যৌতুক মামলায় সমন পেয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে আদালতে জামিনের জন্য উপস্থিত হলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম এ নির্দেশ দেন।

জানা যায়, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সঙ্গে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধন চন্দ্র কর্মকারের রেজিস্ট্রি করে বিয়ে হয়।
এরপর একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নীতি মেনে দুই পরিবারের সমঝোতায় পুনরায় বিয়ে হয় তাদের। বিয়ের সময় সাধন চন্দ্র স্বর্ণকারকে খরচ বাবদ ২ লাখ টাকা দেয়া হলেও এরপর ৫ লাখ টাকার জন্য স্ত্রী পূজাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন।

জানা গেছে, সর্বশেষ এ বছরের ৭ জানুয়ারি পূজা স্বর্ণকারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরিবারের সদস্যরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বছরের ৩১জানুয়ারি পূজা স্বর্ণকার বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন।


/এসএইচ

Exit mobile version