Site icon Jamuna Television

সাকিবের বায়োপিকে অভিনয়ে পরীমণির আগ্রহ প্রকাশ

সাকিব আল হাসানের বায়োপিকে নায়িকা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত নায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

মূলত খেলা দেখার পাশাপাশি তার অভিনীত ‘মুখোশ’ সিনেমার প্রচারণার জন্য গিয়েছিলেন এই তারকা। তার সাথে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা রোশান। রোশান বলেন, এক সময় আবাহনীর হয়ে ক্রিকেট খেলতেন এই অভিনেতা।

সিনেমা প্রচারের মঞ্চ হিসেবে স্টেডিয়ামের গ্যালারি বেছে নেয়া নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা হয়েছে বহুবার।

শুক্রবার (৪ মার্চ) সারাদেশে মুক্তি পাচ্ছে ইফতেখার শুভ পরিচালিত পরীমণি ও রোশানের মুখোশ সিনেমাটি। এই সিনেমা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই তারকারা।

এর আগে বৃহস্পতিবার মুক্তির আগে অনুষ্ঠিত হয়েছে ‘মুখোশ’র প্রিমিয়ার। প্রিমিয়ারে আসা দর্শকরা সিনেমাটি উপভোগ করেছেন। একইসাথে অনেকেই ‘মুখোশ’র প্রশংসাও করেছেন। প্রিমিয়ারে সিনেমাটির পরিচালক ও প্রযোজক ইফতেখার শুভর সাথে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী।

নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘মুখোশ’ নির্মাণ করেছেন ইফতেখার শুভ। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুখোশ’। মোশাররফ করিম, পরীমণি, রোশান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, এলিনা শাম্মি, ফারুক আহম্মেদসহ অনেকে।

/এনএএস

Exit mobile version