Site icon Jamuna Television

ফের বৈঠকে ইউক্রেন-রাশিয়া

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় বেলারুশে চলছে রাশিয়া-ইউক্রেন বৈঠক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। আজ (৩ মার্চ) ইউক্রেনে রুশ হামলার অষ্টমদিনে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে দুই দেশের প্রতিনিধিরা। খবর সিএনএনের।

প্রথম বড় কোনো শহর হিসেবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী খেরসনের দখল নিয়েছে রুশ সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলের আরেক বন্দর নগরী মারিওপোলের মেয়র জানিয়েছেন, রুশ বাহিনী শহরটির বিদ্যুৎ, খাবার, পানি এবং হিটার নষ্ট করে দিয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের এক টুইট বার্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বেলারুশে ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এবং দেশটির অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছেন। এই বৈঠকে তিনটি বিষয় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন মাইখাইলো পোডোলিয়াক। বৈঠকের আলোচ্যসূচির মূল বিষয়গুলো হচ্ছে- অবিলম্বে যুদ্ধবিরতি, নিরস্ত্রীকরণ কর্মসূচি এবং ধ্বংসপ্রাপ্ত ও আক্রান্ত অঞ্চলগুলো হতে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার জন্য মানবিক করিডোর তৈরি করা।

এর আগে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ তবে রাশিয়া তেমন কিছুর কথা এখন ভাবছে না।

আরও পড়ুন: রুশ নিয়ন্ত্রিত খেরসনে কারফিউ; নেই পর্যাপ্ত খাবার ও আলো

Exit mobile version