Site icon Jamuna Television

বিপিএলের ব্যাডপ্যাচ কাটাতে পারলেন না নাঈম শেখ

বিপিএলের ব্যাডপ্যাচ থেকে বের হতে পারলেন না নাঈম শেখ। তবে বিপিএলের ইতিবাচক প্রভাবও রয়েছে। ফর্ম ধরে রেখেছেন লিটন দাস। দীর্ঘ সময় বিপিএল খেলে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতউল্লাহ ওমারজাই ও ফজলহক ফারুকি জ্বলে উঠেছেন মিরপুরে।

বিপিএলে সবশেষ তিন ইনিংসে নাঈম শেখের ইনিংস ছিল যথাক্রমে ৬, ২ ও ১০। কিন্তু জাতীয় দলে তার সাম্প্রতিক পারফরমেন্সের ওপর উপর আস্থা রেখে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে জায়গা দেয় টিম ম্যানেজমেন্ট। যেটি কিনা তার প্রিয় পজিশন। কিন্তু বিপিএলের ধারাবাহিকতায় এই ম্যাচেও ব্যর্থ নাঈম শেখ। মাত্র দুই রান করে ফেরেন সাজঘরে।

বিপিএলে ভালো পারফর্ম করা লিটন দাস ধরে রেখেছেন ধারাবাহিকতা। মূলত তার ৬০ রানের ইনিংসেই গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের ভীত পায় টাইগাররা।

তবে নাসুম আহমেদ ব্যতিক্রম। এবারের বিপিএলে চট্টগ্রামের জর্সিতে সামর্থ্যের সেরাটা দিতে না পারলেও জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে তুলেই স্বরূপে ফিরেছেন এই বাঁহাতি বোলার। ১০ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের মেরুদন্ড ভেঙ্গে দেন নাসুম।

আফগানদের একাদশের চার ক্রিকেটার মুজিবুর রহমান, কারিম জানাত, আজমতউল্লাহ ওমারজাই ও ফজলহক ফারুকি খেলেছেন বিপিএল। বরিশালে খেলা মুজিব প্রথম ম্যাচে উইকেট পাননি। তবে ঢাকার হয়ে খেলা আজমতউল্লাহ ও ফজলহক ফারুকি দুটি করে উইকেট নিয়ে ভুগিয়েছেন টাইগারদের। আর কুমিল্লার হয়ে বেশ কিছু ম্যাচ খেলা কারিম জানাত প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি।

তবে ব্যাট হাতে সাকিব বিপিএলে ফর্ম দেখাতে না পারলেও বোলিংয়ে ছিলেন অনবদ্য। নাসুম, সাকিবের সঙ্গে শরিফুল ৩ উইকেট নিয়ে জ্বলে উঠায় এই ম্যাচে বড় জয় পায় বাংলাদেশ।

/এমএন

Exit mobile version