Site icon Jamuna Television

ঢাকায় পুলিশ সদস্যের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার, টাকা ছিনিয়ে নেয়া ও নির্যাতনের অভিযোগ

বিপদের বন্ধু পুলিশ। বাহিনীটির দায়িত্ব, ভুক্তভোগীর পাশে থেকে সাহায্য করা। তবে উল্টো চিত্রও হরহামেশা ঘটছে। যমুনা নিউজের কাছে পুলিশি হয়রানি, নির্যাতনের অভিযোগ জানিয়েছেন দু’জন ভুক্তভোগী। দাবি করেছেন, বিপদে পাশে না দাঁড়িয়ে তাদের সাথে করা হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন।

রাজিব কর রাজু, ভুক্তভোগীদের একজন। রাজধানীর কোতোয়ালী এলাকার স্বর্ণের দোকানের কর্মচারী তিনি। গত বুধবার (২ মার্চ) আদালতের দ্বারস্থ হয়েছেন রাজিব কর রাজু। অভিযোগ, বাসা থেকে ধরে নিয়ে থানায় নির্যাতন করা হয়েছে তাকে। ছিনিয়ে নেয়া হয়েছে ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও ১১ লাখ টাকা। আর এ অভিযোগ ঢাকার কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান ও জলিল এবং এএসআই ফরিদ ভূইয়ার বিরুদ্ধে।

রাজিব কর রাজু জানালেন, এ বিষয়ে মুখ না খোলার নির্দেশ দিয়েছে এ তিন পুলিশ সদস্য।

আরেকটি ঘটনা রাজধানীর হাতিরঝিল এলাকায়। গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে থানা পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন এক নারী। প্রতিকারের জন্য এখন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে হাতিরঝিল থানা পুলিশ সদস্যদের আসামি করে মামলার আবেদন করেছেন তিনি।

ওই নারী জানিয়েছেন, হাতিরঝিল থানা পুলিশ সহযোগিতা না করে উল্টো প্রস্তাব দিয়েছে টাকার বিনিময়ে বিষয়টি মিমাংসা করতে।

আদালত এ দু’জনের বক্তব্য শুনে পরবর্তীতে সিদ্ধান্ত দেয়ার দিন ধার্য করেন। তবে আসামি পুলিশ সদস্য হওয়ায় ভুক্তভোগীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তবে পুলিশ সদর দপ্তর বলছে, বাহিনীর কেউ অপরাধ করলে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়। তদন্ত হচ্ছে প্রতিটি ঘটনার।

/এমএন

Exit mobile version